ফার্মেসি ব্যবসায় সফল হতে ব্যবহার করুন ‘হিসাবপাতি’ অ্যাপ!

Use 'Hisaabpati' App to Succeed in Pharmacy Business!

বাংলাদেশে ফার্মেসি ব্যবসা বা ঔষধের ব্যবসা বর্তমান সময়ে বেশ জমজমাট! বিশেষ করে প্রধান শহর এবং শহরতলির ওষুধের দোকানগুলোতে দিন রাত কাস্টমারের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে এ কথাও ঠিক যে, ফার্মেসি ব্যবসায় সফল হতে হলে রীতিমতো প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়।

আমরা আজকে ফার্মেসী ব্যবসায় হিসাবরক্ষণ সফটওয়্যার ব্যবহারের করে সফল হওয়ার উপায় নিয়ে আলোচনা করবো। মানে, ডিজিটালি ওষুধের দোকানের প্রতিদিনের লেনদেন, স্টক-ইনভেন্টরি, বাকি বকেয়া, ইনভয়েস প্রদান ইত্যাদি পরিচালনায় হিসাবপাতি অ্যাপের ব্যবহার নিয়ে জানবো।

ব্লগে যা থাকছে-

‘হিসাবপাতি’ কীভাবে ফার্মেসি ব্যবসার মালিককে লাভবান করে?

কথা না বাড়িয়ে প্রথমেই নজর দেয়া যাক, হিসাবপাতি অ্যাপের ফিচারগুলো কীভাবে আপনার খুচরা ওষুধের দোকান এবং ঔষধের পাইকারী ব্যবসা পরিচালনাকে সহজ করবে?

০১. ওষুধের দোকানের স্টক/ইনভেন্টরি ম্যানেজমেন্ট সহজ করবে

প্রতিটি ফার্মেসি ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, পণ্যের স্টক ম্যানেজমেন্ট। প্রতিদিন বিপুল পরিমান পণ্য কেনাবেচা এবং মজুদ করতে হয়। যেখানে হিসাবপাতি’র আনলিমিটেড পণ্য যুক্ত করার ফিচারটি খুব কাজে দেবে। চাইলে ক্যাটাগরি ধরে পণ্য যুক্ত করা যাবে এবং প্রতিটি ওষুধের আইটেম আলাদাভাবে ট্র্যাক করা যাবে। পণ্যের স্টকের পরিমান জানা যাবে যেকোন সময় এবং পণ্যের মেয়াদ শেষের তারিখের হিসাব রাখতে এলার্ম সেট করা যায়। সময় মতো আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে! এমন স্বয়ংক্রিয় ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের নোটিফিকেশন ব্যবস্থা আপনাকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে দূরে রাখবে।

০২. কাস্টমার ও সাপ্লায়ারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে

ফার্মেসি ব্যবসায় কাস্টমার ও সাপ্লায়ারের সাথে সুসম্পর্ক বজায় থাকাটা খুব জরুরি। আমরা সবাই কমবেশি জানি, ওষুধের দোকানের কাস্টমাররা একটি নির্দিষ্ট জায়গা থেকে পণ্য কিনতে পছন্দ করেন। তাই তাদের সাথে নির্ভুলভাবে ও স্বচ্ছতার সাথে লেনদেন করার প্রয়োজন পড়ে। সেজন্য হিসাবপাতি আপনাকে দেবে সেরা সমাধান। লেনদেনের ইনভয়েস প্রদান, লেনদেনের ডিটেইল তথ্য, বাকি ও নগদের হিসাব, লেনদেনে প্রয়োজনীয় নোট ও ছবি দেয়ার অপশন, মেসেজ পাঠানোর সুবিধা ইত্যাদি কাস্টমার ও সাপ্লায়ারদের সাথে ঝামেলা মুক্ত সম্পর্ক রাখতে সহায়তা করবে।

০৩. আয় ব্যয় ও বকেয়া বাকি সহ সকল আর্থিক রেকর্ড রাখা

একটি ফার্মেসি ব্যবসা পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের রেকর্ড রাখা। সেগুলোর আপ-টু-ডেট হিসাব সকল পক্ষকে জানিয়ে রাখা। এই কাজে হিসাবপাতি’র ব্যবহার সবচেয়ে ভালো ফলাফল এনে দেবে। এখানে আপনি আয় ব্যয়ের হিসাব রাখবেন, বাকি বকেয়ার হিসাব রাখবেন। হিসাবপাতি’তে কাস্টমার ও সাপ্লায়ারদের পাওনা টাকার মেসেজ দেবেন, বাকির টাকা পরিশোধ হলে সেটাও জানাবেন এবং লেনদেন বাকিতে হলে তাৎক্ষণিক বাকির মেসেজ পাঠাবেন।

০৪.অনুমাননির্ভর নয়, সঠিক তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ

হিসাবপাতি অ্যাপে ব্যবসা সংক্রান্ত প্রায় প্রতিটি বিষয়ের উপর বিস্তারিত রিপোার্ট দেখার সুযোগ আছে। রিপোর্ট ফিচারটি ফার্মেসি ব্যবসার জন্য খুবই প্রয়োজনীয় হয়ে উঠবে। কারণ, লেনদেনের সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক রিপোর্টস তৈরি হবে। পার্টি এবং আইটেম অনুযায়ী রিপোর্টস দেখতে পারবেন। সকল রিপোর্ট পিডিএফ এবং এক্সেল ফাইল হিসেবে এক্সপোর্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। ফলে ব্যবসার জন্য আর অনুমাননির্ভর নয়, সঠিক তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। এই রিপোর্টগুলো ব্যবসার প্ল্যান তৈরিতে কাজে লাগে।

০৫. ব্যবসায় প্রফেশনাল বা পেশাদার দৃষ্টিভঙ্গি তৈরি করে

হিসাবপাতি অ্যাপের ব্যবহার আপনার ফার্মেসি ব্যবসায় প্রফেশনাল ইমেজ তৈরি করবে। লেনদেনের ইনভয়েস প্রদান এবং ইনভয়েসে ব্র্যান্ডের কালার আপনার ওষুধের দোকানের প্রতি কাস্টমার ও সাপ্লায়ারদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। ভালো ডিজাইনের বিল বা ইনভয়েস ব্যবসার প্রতি কাস্টমারদের বিশ্বাসযোগত্য ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। ফলে আপনার ঔষধের ব্যবসার স্থায়ী কাস্টমার তৈরি হয়।

০৬. ডেটা বা তথ্যের নিরাপত্তা এবং তাৎক্ষণিক ব্যবহার

হিসাবপাতি ক্লাউডভিত্তিক সফটওয়্যার হওয়ায় ডেটার নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। আপনার ব্যবসার যেকোন ডেটা ক্লাউড সার্ভারে সুরক্ষিত থাকে। একাধিক ডিভাইসে ডেটা সিঙ্ক করে আপডেট হয় এবং এর ফলে ডিভাইস হারিয়ে গেলে বা নষ্ট হলেও ডেটা হারিয়ে যাওয়ার ভয় নেই। অন্য যেকোন ডিভাইস থেকে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টে লগইন করলেই আবার সকল ডেটা দেখা যাবে। এছাড়া যেকোন জায়গা থেকে, যেকোন সময় ব্যবসার হিসাব নিকাশ তদারকি করতে পারবেন।

০৭. সঠিক ব্যয় ব্যবস্থাপনা ব্যবসার বাজেট ও প্ল্যানিংয়ে সহায়তা করে

হিসাবপাতি’র ব্যয় পরিচালনার ফিচার আপনার ব্যবসায়িক খরচের হিসাবের গতিবিধি বুঝতে সাহায্য করবে। এতে করে খরচের উপর আপনার নিয়ন্ত্রণ রাখা হবে আরো সহজ। ওষুধের দোকানের সঠিক ব্যয় ব্যবস্থাপনা ব্যবসার বাজেট তৈরি ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে সহায়তা করে। এছাড়া ফার্মেসির মালিক সহজে বুঝতে পারেন, কোথায় ব্যয় কমাতে হবে আর কোথায় বিনিয়োগ করতে হবে।

এগুলো ছাড়াও নিরবচ্ছিন্ন ব্যবসা পরিচালনার সুবিধা দিতে হিসাবপাতি’র আছে একটি অসাধারণ কাস্টমার সাপোর্ট টিম। ফার্মেসি মালিকদের যখনই দরকার পড়বে তারা তাদের সমস্যার সমাধান নিতে কল করতে পারবেন।

ফার্মেসী ব্যবসার জন্য হিসাবপাতি অ্যাপ কেনো নির্বাচন করবেন?

ফার্মেসী ব্যবসার সফটওয়্যার নির্বাচন করার পূর্বে তিনটি সাধারণ বিষয়কে গুরুত্ব দিতে হবে। না হলে আপনার দোকানের প্রতিদিনের হিসাবরক্ষণের কাজটি অযথাই জটিল হয়ে উঠবে।

  • অ্যাপটির ব্যবহারবিধি এবং ইন্টারফেস সহজ
  • অ্যাপটি আপনার জন্য সাশ্রয়ী
  • অ্যাপটির সাবস্ক্রিপশন কেনার পূর্বে ফ্রিতে ব্যবহার করার সুযোগ

এই তিনটি প্রাথমিক গুণ আপনি হিসাবপাতি অ্যাপে পেয়ে যাবেন।

মাত্র ৯৯ টাকার সাশ্রয়ী প্যাকেজে সাবস্ক্রিপশন ফি শুরু

হিসাবপাতি বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী হিসাবরক্ষণ অ্যাপ। এর সাবস্ক্রিপশন ফি মাসিক ও বাৎসরিক দুটি মেয়াদে এবং তিনটি সুলভ প্যাকেজে ভাগ করে নির্ধারণ করা হয়েছে।
০১. বেসিক প্যাকেজ: বেসিক প্যাকেজটি সম্পূর্ণ ফ্রি! মানে, আপনি সাবস্ক্রিপশন কেনার আগে ফ্রিতে অ্যাপটি ব্যবহার করে দেখতে পারছেন।
০২. প্রিমিয়াম প্যাকেজ: প্রিমিয়াম প্যাকেজের মাসিক সাবস্ক্রিপশন ফি মাত্র ৯৯ টাকা এবং এই প্যাকেজের বাৎসরিক সাবস্ক্রিপশনে আছে ১৭% ডিসকাউন্ট! এতে এক বছরে খরচ পড়বে মাত্র ৯৯৯ টাকা!
০৩. বিজনেস প্যাকেজ: বিজনেস প্যাকেজর মাসিক সাবস্ক্রিপশন ফি মাত্র ১৯৯ টাকা। এই প্যাকেজেও বাৎসরিক সাবস্ক্রিপশনে প্রিমিয়ামের মতোই আছে ১৭% ডিসকাউন্ট! তাই এক বছরে খরচ পড়ছে মাত্র ১৯৯০ টাকা!
হিসাবপাতি অ্যাপের সকল প্যাকেজের ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে আজই বেছে নিন আপনার পছন্দের প্যাকেজটি!

হিসাবপাতি অ্যাপে ফার্মেসি ব্যবসার যাত্রা শুরু হোক!

হিসবাপাতি’তে সাইন আপ করুন: প্রথমেই হিসাবপাতি’র ওয়েবসাইটে গিয়ে আপনার ফার্মেসি ব্যবসার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করুন। অথবা গুগল প্লে স্টোর থেকে হিসাবপাতি অ্যাপটি ডাউনলোড করুন এবং রেজিস্ট্রেশন করে ফেলুন। হিসাবপাতি’তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ এবং এটি সম্পূর্ণ ফ্রি!

আপনার ফার্মেসি ব্যবসা বা কোম্পানি সেট-আপ করুন: ইনভেনটরি থেকে শুরু করে ইউনিট, ক্রয়-বিক্রয়, বাকি বকেয়া, ইনভয়েস এবং লেনদেন সহ ফার্মেসি ব্যবসার প্রয়োজনীয় বিষয়গুলো সেট-আপ করুন। এরপর শুরু করুন প্রতিদিনের লেনদেন আপডেট রাখার কাজ।

হিসাবপাতি’র বিভিন্ন ফিচার ব্যবহার করুন: হিসাবপাতি’তে ফার্মেসি ব্যবসার হিসাব রাখা শুরু করার পরে, প্রয়োজনীয় এবং ইউনিক ফিচারগুলো ব্যবহার করতে থাকুন। যেমন- ইনভয়েস, বারকোড স্ক্যানার, ইউনিট, ব্যয় ব্যবস্থাপনা ইত্যাদি।

Search
সাম্প্রতিক পোস্টসমূহ
আজই আমাদের অ্যাপ ডাউনলোড করুন
অনলাইন বা অফলাইনে যেকোন জায়গা থেকে সহজেই আপনার দৈনন্দিন ব্যবসায়িক লেনদেন পরিচালনা করুন।