সাধারণ
যখন এই গোপনীয়তা বিবৃতি প্রযোজ্য
ব্যবসার ডেটা এবং গোপনীয়তা
শুধুমাত্র ব্যবহারকারী তার নাম, পাসওয়ার্ড এবং অন্যান্য সংবেদনশীল তথ্যের রক্ষণাবেক্ষণ এবং গোপনীয়তা বজায় রাখার জন্য দায়ী থাকবেন। ব্যবহারকারীর অ্যাকাউন্টে সংঘঠিত সব কার্যক্রমের জন্য শুধুমাত্র ব্যবহারকারী নিজে দায়ী থাকবেন। যদি অ্যাকাউন্টে কোন অনুমোদনহীন কোন ব্যবহার হয়ে থাকে, তাহলে ব্যবহারকারী আমাদেরকে info@hishabpati.com এই ইমেইলে মেইল করে অথবা www.hishabpati.com ওয়েবসাইটে দেয়া যে কোন নাম্বারে যোগাযোগ করে জানাতে সম্মত থাকবে। ব্যবহারকারীর একাউন্টে যে কোন প্রকার অনুমোদনহীন ব্যবহারের কারনে সৃষ্ট ক্ষতির জন্য আমরা দায়ী থাকবোনা। যদি অ্যাপ অফলাইনে ব্যবহার করা হয়, তবে ডেটা শুধুমাত্র ডিভাইসে সংরক্ষিত থাকবে যতক্ষণ না তা অনলাইনে সিঙ্ক হয়। ব্যবহারকারী যদি সিঙ্ক হওয়ার আগে অ্যাপ আনইনস্টল করেন, ব্রাউজার/অ্যাপ ক্যাশ মুছে ফেলেন, অথবা ডিভাইস হারিয়ে যায়, নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তবে এর ফলে যে কোনো ডেটা হারানো বা অসঙ্গতির জন্য হিসাবপাতি কোনোভাবেই দায়ী থাকবে না।
যে ডেটা আমরা সংগ্রহ করি
- ব্যাক্তিগত তথ্য – নাম, ফোন নম্বর, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা।
- কন্টাক্ট লিস্ট
- ছবি
- ডিভাইস আইডি
ডেটা কি কাজে ব্যবহার করি
- ব্যাক্তিগত তথ্য – নাম, ফোন নম্বর, ব্যবসা প্রতিষ্ঠানের নাম রেজিষ্ট্রেশন প্রক্রিয়াতে প্রয়োজন হবে। রেজিষ্ট্রেশনের পরে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে। ফোন নম্বর লগইনের জন্য প্রয়োজন হবে। ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ইনভয়েসে থাকবে।
- কন্টাক্ট লিস্ট – সহজেই পার্টি তৈরির কাজের জন্য কন্টাক্ট লিস্ট কাজে লাগবে।
- ছবি – ব্যবহারকারীর ক্যামেরা এবং গ্যালারি থেকে ছবি নেয়া হয় পার্টি, পণ্য এবং লেনদেন তৈরির কাজে।
- ডিভাইস আইডি- ডিভাইস আইডি ব্যবহারকারীদের মোবাইলে নোটিফিকেশন পাঠানোর কাজে ব্যবহার করা হয়।
- অন্য কোন তৃতীয় পক্ষের কাছে আমরা এইসব তথ্য বিক্রি, ভাড়া কিংবা হস্তান্তর করিনা।
ডেটার মালিকানা
অনুমতি
ক্যামেরা: লেনদেনের সাথে বিলের ছবি তোলার জন্য ক্যামেরা সংযুক্ত করতে হবে। এছাড়া পণ্য তৈরির সময়েও পণ্যের ছবি তোলার জন্য ক্যামেরা সংযুক্ত করতে হবে।
কন্টাক্ট লিস্ট: পার্টি তৈরির সময় বিস্তারিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করতে।
স্টোরেজ এবং গ্যালারি: ব্যবহারকারীদের দ্বারা তৈরি প্রতিবেদন, পি ডি এফ, এক্সেল সংরক্ষণ করতে। বিলের সাথে সংযুক্ত করার জন্য, প্রোফাইল এবং পণ্য তৈরি করার জন্য ব্যবহারকারীর নির্বাচিত চিত্রগুলি অ্যাক্সেস করতে।
অবস্থান: আপনার অঞ্চল অনুযায়ী অ্যাপ্লিকেশন কাস্টমাইজ করতে।
এলার্ম এবং রিমাইন্ডারঃ অফলাইন থেকে অনলাইন ডাটা সিংক নিশ্চিত করতে।