মুদি দোকান ব্যবসায় ব্যর্থ হওয়ার কারণ ও প্রতিকার

মুদি দোকান ব্যবসায় ব্যর্থ হওয়ার কারণ ও প্রতিকার

বাংলাদেশে ছোট ব্যবসার মধ্যে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় ব্যবসা হলো মুদি দোকান ব্যবসা। এখনও অনেকেই মনে করেন, একটি ছোট মুদি দোকান দিলেই নিয়মিত আয় আসবে, পরিবার চলবে ভালোভাবে। তবে বাস্তবতা ভিন্ন! মুদি দোকান ব্যবসায় লাভ ক্ষতি নির্ভর করে বিভিন্ন কৌশল এবং পরিকল্পনার উপর।

অনেকেই মুদি দোকান ব্যবসা শুরু করলেও লাভের মুখ দেখতে পারেন না। কেউ কেউ আবার কয়েক মাসের মধ্যেই দোকান বন্ধ করে দেন। কেন এমন হয়? সেটাই আমরা আজ জানার চেষ্টা করবো। 

এই ব্লগে আমরা আলোচনা করবো কেন মুদি দোকান ব্যবসায় ব্যর্থতা আসে, এর প্রতিকার কী এবং কীভাবে একটি মুদি দোকান লাভজনকভাবে পরিচালনা করা যায়।

ব্লগে যা থাকছে-

ছোট ব্যবসা মানেই কি মুদি দোকানের ব্যবসা?

বাংলাদেশে ছোট ব্যবসার কথা বললে প্রথমেই যেটা মাথায় আসে, তা হলো মুদি দোকান। পাড়ার মহল্লার মোড়ে, গলির ভিতরে বা বাজারের পাশে, মুদি দোকান যেন একটি চেনা ছবি। তবে মনে রাখতে হবে, ছোট ব্যবসা মানেই মুদি দোকান নয়! 

এখন অনলাইনে মুদি ব্যবসা ছাড়াও রয়েছে নানা সম্ভাবনাময় ক্ষুদ্র ব্যবসার আইডিয়া। যেমন- হস্তশিল্প, ফুড ডেলিভারি, অনলাইনে পোশাক বিক্রি ইত্যাদি। ছোট ব্যবসা করতে চাইলে মুদি দোকানের বাইরেও আরও অনেক চমৎকার ব্যবসার সুযোগ রয়েছে। বিভিন্ন ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে আরও পড়ুন- 

৪টি ছোট ব্যবসার আইডিয়া: শুরু করলেই বাজিমাত!

মনে রাখবেন, মুদি দোকানের ব্যবসা সবার জন্য নয়!

অনেকেই ভাবেন, মুদি দোকান মানেই নিরাপদ ও নিশ্চিত লাভ। কিন্তু বাস্তবতা হলো, এই ব্যবসায় সফল হতে গেলে থাকতে হয় ধৈর্য, পরিকল্পনা, ক্রেতার মন বুঝতে পারার দক্ষতা এবং হিসাব-নিকাশে পারদর্শিতা। শুধু মূলধন থাকলেই কেউ সফল ব্যবসায়ী হয়ে যান না। প্রতিযোগিতা, বাজারে পণ্যের দাম ওঠানামা, ঋণ বা বাকিতে পণ্য বিক্রি, স্টক ম্যানেজমেন্ট, এসব বিষয় সঠিকভাবে না বুঝলে মুদি দোকান ব্যবসায় ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। 

তাই যেকোনো ব্যবসার আগে নিজের দক্ষতা, মনোভাব এবং সে অনুযায়ী পরিকল্পনাটিকে যাচাই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, মুদি দোকানের ব্যবসা করতে গেলে পণ্যের ধরন, ক্রেতার চাহিদা, স্টোর ম্যানেজমেন্ট, স্টক ম্যানেজমেন্ট, হিসাব-নিকাশ ইত্যাদি সব কিছুই গুরুত্বের সঙ্গে দেখতে হয়। তাই প্রয়োজনে আরও জানতে হবে- 

ছোট ব্যবসার বড় চ্যালেঞ্জগুলো সামলাবেন কীভাবে?

মুদি দোকান ব্যবসায় ব্যর্থ হবার ৭টি কারণ এবং প্রতিকার

সত্যি বলতে বাংলাদেশে মুদি দোকান মানে শুধু একটি ব্যবসা নয়, বরং এটি একধরনের চিরাচরিত জীবনধারা! আমাদের সমাজে বহু পরিবারই মুদি দোকান দিয়ে জীবিকা চালায়। ছোটবেলা থেকে দেখা যায়, বাবা বা চাচা সকালে দোকান খোলেন, সারাদিন গ্রাহকদের ডাকে সাড়া দেন, রাতে দোকান বন্ধ করে খাতা নিয়ে হিসাব করেন। এই চিত্র এতটাই প্রচলিত যে অনেকে মনে করেন, এটা খুবই সহজলভ্য ব্যবসা। কিন্তু এই ভাবনাই অনেক সময় ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়।

১. সঠিক পরিকল্পনার অভাব

অনেকেই কোনো রকম পরিকল্পনা ছাড়াই মুদি দোকান দেন। কোন এলাকায় দোকান, কী ধরনের পণ্য, প্রতিদিনের লক্ষ্যমাত্রা, এসব কিছু না ভেবেই ব্যবসা শুরু করেন। অনেক সময় দেখা যায়, একই গলিতে ৫টি থেকে ৭টি মুদি দোকান দাঁড়িয়ে যায়। যার ফলে সবাই বাড়তি প্রতিযোগিত এবং কিছু ক্ষেত্রে ক্ষতির মুখে পড়েন।

প্রতিকার: 

ব্যবসা শুরুর আগে বাজার বিশ্লেষণ, প্রতিযোগী বিশ্লেষণ এবং ক্রেতার চাহিদা বুঝে পরিকল্পনা করুন। ব্যবসা করার কৌশল হিসেবে জনপ্রিয় SWOT বিশ্লেষণ (Strength, Weakness, Opportunity, Threat) ব্যবহার করুন। লক্ষ্য ঠিক করে এগিয়ে গেলে ব্যর্থতার ঝুঁকি ৮০% থেকে ৯০% কমবে।

২. অপর্যাপ্ত মূলধন নিয়ে ব্যবসায় নামা

অনেকেই ধার করে বা সব সঞ্চয় খরচ করে দোকান দেন, কিন্তু প্রথম কিছু মাসে বিক্রি কম হওয়ায় ভেঙে পড়েন। ব্যবসার প্রথম দিকে আয় না থাকলেও খরচ থাকে। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর মজুরি, সব কিছু চালাতে গেলে পুঁজি দরকার হয়।

প্রতিকার: 

দোকান চালুর আগে অন্তত ৬ মাস চলার মতো ফান্ড হাতে রাখুন। পাশাপাশি খরচ এবং লাভ ক্ষতির হিসাব রাখার জন্য হিসাবরক্ষণ অ্যাপ ব্যবহার করতে পারেন। বাংলাদেশের অনেক ছোট ব্যবসায়ী ‘হিসাবপাতি’ অ্যাপ ব্যবহার করে সুফল পাচ্ছেন!

৩. ভুল বা খারাপ লোকেশন নির্বাচন

অনেক সময় এমন এলাকায় দোকান দেওয়া হয় যেখানে পর্যাপ্ত ক্রেতা নেই। আবার পাশেই যদি সুপারশপ বা বড় মুদি দোকান থাকে, তাহলে নতুন দোকানের টিকে থাকা মুশকিল। এটা বোঝার মতো জ্ঞান আপনার থাকতে হবে।

প্রতিকার: 

দোকান দেয়ার আগে এলাকায় সঠিকভাবে মার্কেট রিসার্চ করুন। ক্রেতার চলাচল, জনসংখ্যা, প্রতিযোগী, সবকিছুই গুরুত্বপূর্ণ। জনবহুল এলাকা, স্কুল-কলেজের পাশে বা আবাসিক এলাকায় দোকান হলে ভালো ফল পাওয়া যায়।

৪. একই পণ্যের স্টক এবং অপ্রচলিত পণ্যের স্টক

বাংলাদেশের অনেক মুদি দোকানদার দীর্ঘদিন ধরে একধরনের পণ্য বিক্রি করে অভ্যস্ত। তারা নতুন পণ্যের চাহিদা বুঝে উঠতে পারেন না। আবার কেউ কেউ বেশি মুনাফার লোভে এমন পণ্য তোলেন যার ডিমান্ড বা চাহিদা কম। ফলে মাল মজুদ থেকে যায়, বিক্রি হয় না!

প্রতিকার: 

সেলিং ট্রেন্ড বুঝে স্টক রাখুন। কোন পণ্য কতটা বিক্রি হয়, সে হিসাব রাখুন। কিছু পণ্যে নিয়মিত অফার বা ছাড় দিন। ক্রেতার চাহিদা বোঝার জন্য দোকানে আসা প্রতিটি ক্রেতার মতামত শুনুন।

৫. খারাপ কাস্টমার সার্ভিস বা অগ্রহণযোগ্য ব্যবহার

বাংলাদেশের অনেক দোকানদার এখনো ভাবেন, “ক্রেতা আসবেই!” কিন্তু বাস্তবতা হলো, এখন গ্রাহকের বিকল্প অনেক। দোকানি যদি অমায়িক ব্যবহার না করেন, পণ্যে ভেজাল থাকে বা দাম বেশি রাখেন, তাহলে ক্রেতা অন্যত্র চলে যায়। সাথে অন্য ক্রেতাদেরকেও আপনার দোকানের নেগেটিভ রিভিউ দিয়ে যেতে মানা করে দিতে পারেন।

প্রতিকার: 

ক্রেতার সঙ্গে মার্জিত আচরণ, হাসিমুখে সেবা এবং ন্যায্য দাম, এই তিনটি বিষয় মানলেই আপনি টিকে থাকবেন। পাশাপাশি পরিচ্ছন্ন দোকান, পণ্যের গুছিয়ে রাখা এবং সময়মতো খোলা-বন্ধ রাখাও গুরুত্বপূর্ণ। কোনদিন ৭টায় খুলে রাত ১২টায় বন্ধ, আবার কোনদিন ১০টায় খুলে রাত ১০টায় বন্ধ করলে ক্রেতা হারাবেন।

৬. প্রতিদিনের লেনদেনের হিসাব-নিকাশে গড়মিল

মুদি দোকান ব্যবসায় লাভ ক্ষতি বোঝার জন্য প্রতিদিনের হিসাব রাখা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের দেশে এখনো অনেক দোকানদার খাতা-কলমে হিসাব রাখেন। যেটা আর বাস্তবসম্মত উপায় হিসেবে বিবেচিত হয় না। ডিজিটাল কোন প্ল্যাটফর্মে হিসাব রাখা জরুরি। দিনের শেষে শুধু টাকাটা গণনা করেই বুঝে নেন লাভ হয়েছে কিনা? এটা আর খাটে না, এখন লাভ ক্ষতি, বাকি বকেয়া, স্টক, খরচ ইত্যাদিরও হিসাব রাখা লাগে।

প্রতিকার: 

দৈনিক আয়-ব্যয়, বাকির হিসাব এবং পণ্যের মজুদ নিয়মিত লিখে রাখুন। চাইলে মোবাইল অ্যাপে হিসাব রাখতে পারেন। এতে প্রতিদিনের লাভ ক্ষতি বিশ্লেষণ সহজ হবে এবং কোন খাতে খরচ বেশি হচ্ছে তা চিহ্নিত করা যাবে।

৭. প্রযুক্তির ব্যবহার না করা বা ভয় পাওয়া

বর্তমানে অনেক মুদি দোকান মালিক অনলাইনে মুদি ব্যবসা করে দ্বিগুণ লাভ করছেন। কিন্তু কেউ কেউ এখনো পুরনো ধাঁচেেই কাজ করছেন। হোম ডেলিভারি, QR কোডে পেমেন্ট, ফেসবুক পেজ, এসব ব্যবহার না করায় তারা পিছিয়ে পড়ছেন।

প্রতিকার: 

অনলাইন অর্ডার, QR কোডে পেমেন্ট, ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট, এসব প্রযুক্তি ব্যবহার শুরু করুন। এতে আপনার ব্যবসা দ্রুত বড় হবে, আপনারও সাহস বাড়বে। অনলাইনে মুদি ব্যবসা করার মাধ্যমে আপনি স্থানীয় বাজার ছাড়িয়ে আরও বড় পরিসরে বিক্রি করতে পারবেন।

৮. শুরুতেই কাস্টমার ধরতে বাকি দেয়ার বদঅভ্যাস!

মুদি দোকান ব্যবসার লাভ ক্ষতি তো পরের হিসাব, অনেক ব্যবসায়ী ব্যবসা শুরুর সময় কাস্টমার ধরতে বাকি দেয়া শুরু করেন। তারা বুঝতেই পারেন না, ক্রেতারা পরে বাকি না দিলে আর তার দেকে ফিরেও তাকাবে না! তাই শুরুতেই বাকির বদঅভ্যাস করা ভয়ানক ভুল।

প্রতিকার: 

ব্যবসার শুরুতে বাকি নয়, বরং ভালো ব্যবহার এবং কাস্টমার সার্ভিসে মনোযোগ দিন। কাস্টমার এখন ভালো পণ্য চায়, ভালো ব্যবহার চায়, ভালো সার্ভিস চায়। তাদের কাছে দাম পরে বিবেচিত হয়।

মুদি দোকান ব্যবসায় লাভ ক্ষতি কীভাবে হিসাব করছেন?

মুদি দোকানে লাভ ক্ষতির সঠিক হিসাব রাখাটা হচ্ছে সফল ব্যবসার সবচেয়ে বড় কৌশল। অনেক দোকানদার বুঝতে পারেন না, তারা আসলে মাসে কত টাকা আয় করছেন, কত টাকা খরচ করছেন এবং কোথায় তাদের ক্ষতি হচ্ছে। একটি সঠিক হিসাব ব্যবস্থাপনা থাকলে আপনি যেসব সুবিধা পাবেন-

  • প্রতিদিনের বিক্রির পরিমাণ জানা যাবে।
  • কোন পণ্য কতটা বিক্রি হচ্ছে, তা বিশ্লেষণ করা যাবে।
  • লাভ ক্ষতির বিশ্লেষণ করে পণ্যের দামের সমন্বয় করা যাবে।
  • ক্রেতার বকেয়া হিসাব সহজে জানা যাবে।

বর্তমানে অনেক হিসাবরক্ষণ অ্যাপ বা সফটওয়্যার রয়েছে যা ব্যবহার করে আপনি সহজেই মুদি দোকান ব্যবসায় লাভ ক্ষতি বিশ্লেষণ করতে পারবেন। এতে যেমন সময় বাঁচে, তেমনি ভুল হিসাবের ঝুঁকিও কমে যায়।

মুদি দোকান ব্যবসা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হলেও, এটি সহজ নয়। মুদি দোকান ব্যবসায় লাভ ক্ষতি নির্ভর করে আপনার পরিকল্পনা, লোকেশন, কাস্টমার সার্ভিস এবং হিসাব ব্যবস্থাপনার উপর। সঠিক পরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আপনাকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করবে। তাই শুধু দোকান দিলেই হবে না, দরকার ব্যবসা করার টিপস জানা, কৌশল রপ্ত করা এবং সময়োপযোগী পদক্ষেপ নেয়া। মুদি দোকান ব্যবসায় ব্যর্থতার মূল কারণগুলো যদি আপনি চিহ্নিত করে প্রতিকার করেন, তবে আপনার ব্যবসাও হতে পারে এক সফল ব্যবসার উদাহরণ!

ডেমো দেখে সহজ তিনটি ধাপে হিসাবপাতি’তে যাত্রা শুরু করুন!

  • ১ম ধাপ- হিসবাপাতি’তে সাইন আপ করুন: 

প্রথমেই হিসাবপাতি’র ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যবসার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করুন। অথবা গুগল প্লে স্টোর থেকে হিসাবপাতি অ্যাপটি ডাউনলোড করুন এবং রেজিস্ট্রেশন করে ফেলুন। হিসাবপাতি’তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ এবং এটি সম্পূর্ণ ফ্রি!

  • ২য় ধাপ- আপনার কোম্পানি সেট-আপ করুন: 

সাইন আপ করে প্রথমেই মালিক হিসেবে আপনার কোম্পানির প্রয়োজনীয় তথ্য দিয়ে ব্যবসার প্রোফাইল সেট-আপ করুন। তারপর ইনভেনটরি থেকে শুরু করে ইউনিট, ক্রয়-বিক্রয়, বাকি বকেয়া, ইনভয়েস এবং লেনদেন সহ ব্যবসার প্রয়োজনীয় বিষয়গুলো সেট-আপ করুন। এরপর শুরু করুন প্রতিদিনের লেনদেন আপডেট রাখার কাজ।

  • ৩য় ধাপ- হিসাবপাতি’র বিভিন্ন ফিচার উপভোগ করুন: 

হিসাবপাতি’তে ব্যবসার হিসাব রাখা শুরু করার পরে, প্রয়োজনীয় এবং ইউনিক ফিচারগুলো ব্যবহার করতে থাকুন। যেমন- ইনভয়েস, বারকোড স্ক্যানার, ইউনিট, ব্যয় ব্যবস্থাপনা ইত্যাদি। 

হিসাবপাতি’র ব্যবহারবিধি ও ফিচারের বিস্তারিত বুঝতে ইউটিউবে বাংলায় ডেমো ভিডিও দেখুন। 

জমা খরচের ডিজিটাল খাতা- হিসাবপাতি’র ডেমো

হিসাবপাতি’র সাবস্ক্রিপশন ফি মাত্র ৯৯ টাকা থেকে শুরু!

হিসাবপাতি বাংলাদেশের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী হিসাবরক্ষণ অ্যাপ। এর সাবস্ক্রিপশন ফি মাসিক ও বাৎসরিক দুটি মেয়াদে এবং তিনটি সুলভ প্যাকেজে ভাগ করে নির্ধারণ করা হয়েছে।

  • ০১. বেসিক প্যাকেজ: বেসিক প্যাকেজটি সম্পূর্ণ ফ্রি! মানে, আপনি সাবস্ক্রিপশন কেনার আগে ফ্রিতে অ্যাপটি ব্যবহার করে দেখতে পারছেন।
  • ০২. প্রিমিয়াম প্যাকেজ: প্রিমিয়াম প্যাকেজের মাসিক সাবস্ক্রিপশন ফি মাত্র ৯৯ টাকা এবং এই প্যাকেজের  বাৎসরিক সাবস্ক্রিপশনে আছে ১৭% ডিসকাউন্ট! এতে এক বছরে খরচ পড়বে মাত্র ৯৯৯ টাকা!
  • ০৩. বিজনেস প্যাকেজ: বিজনেস প্যাকেজর মাসিক সাবস্ক্রিপশন ফি মাত্র ১৯৯ টাকা। এই প্যাকেজেও বাৎসরিক সাবস্ক্রিপশনে প্রিমিয়ামের মতোই আছে ১৭% ডিসকাউন্ট! তাই এক বছরে খরচ পড়ছে মাত্র ১৯৯০ টাকা!

হিসাবপাতি অ্যাপের সকল প্যাকেজের ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে আজই বেছে নিন আপনার পছন্দের প্যাকেজটি! আপনার ব্যবসার জন্য শুভকামনা!

Search
সাম্প্রতিক পোস্টসমূহ
আজই আমাদের অ্যাপ ডাউনলোড করুন
অনলাইন বা অফলাইনে যেকোন জায়গা থেকে সহজেই আপনার দৈনন্দিন ব্যবসায়িক লেনদেন পরিচালনা করুন।